নিজস্ব প্রতিবেদক মোহাঃ ফজলুর রহমানঃ দিনাজপুরে পেশাজীবী ফুটবল টিমের
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সম্পন্ন হয়।
দিনাজপুরে পেশাজীবী ফুটবল টিমের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ৯ টায়-দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে
সভায়- প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।পেশাজীবী ফুটবল টিমের সভাপতি এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ দ্বিজেন চন্দ্র বর্মনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যাস আলহাজ্ব আবু বকর সিদ্দিক, দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কাশেম,জেলা ক্রীড়া কর্মকর্তা আসাদুজ্জামান, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম,ডিস্ট্রিক্ট একাউন্ট এন্ড ফিল্যান্স অফিসার (উপ হিসাব মহা নিয়ন্ত্রক) মোঃ আব্দুস সালাম মিয়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আব্দুর রহমান, জেলা ক্রীড়া সংস্থা’র এডহক কমিটির সদস্য রেহাতুল ইসলাম খোকা,পেশাজীবী ফুটবল টিমের দিনাজপুরের সাধারণ সম্পাদক মেনহাজুল ইসলাম প্রমূখ। আলোচনা সভা শেষে দিনাজপুর পেশাজীবী ফুটবল টিমের সদস্যদের খেলার জন্য উপহারস্বরূপ ফুটবল প্রদানে প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পেশাজীবী ফুটবল টিম দিনাজপুরের সদস্য কাজী ফারুক ও মোখলেসুর রহমান। এই সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন পেশাজীবী ফুটবল টিমের সহ-সভাপতি মোঃ ওবায়দুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান,সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ও সদস্য আহমেদ নাহিন কবীর প্রমুখ।
আরও পড়ুনঃ চাঁচড়ায় বিএনপি সম্পাদক ফজলুর চাঁদাবাজি খবর দারিতে অতিষ্ট মানুষ
Leave a Reply