বিশেষ প্রতিনিধি: যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নে জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল আলমসহ কয়েকজন নেতার খবরদারিতে মূলদল, যুবদল ও ছাত্রদল রাজনীতি করা কষ্টকর হয়ে পড়েছে। এরই জের ধরে যুবদল বিলুপ্ত হয়েছে।
ছাত্রদলের এখন নাভিশ্বাস চরমে। নেতা কর্মীরা মুখ খুলতে শুরু করেছে। একটি সিন্ডিকেট তৈরি করে তার মাধ্যমে অপকর্ম করছে বলে জোর অভিযোগ রয়েছে। এই সিন্ডিকেটের ছত্রছায়ায় ১০নং ইউনিয়নটিতে বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে সাধারণ ভোটাররা।
বেসুমার চাঁদাবাজীর মাধ্যমে আখের গোছাতে ব্যাস্ত জমি বিক্রি করতে এই সিন্ডিকেট কে টাকা চাঁদা দিতে হচ্ছে।
১০ নং চাঁচড়া ইউনিয়নের বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট কমিটি যার সভাপতি আলহাজ্ব রেজাউল করিম, সেক্রেটারি ফজলুল আলম ও সাংগঠনিক মেহেদী হাসান ছমির।
এই ইউনিয়নের যুবদল যা ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে সম্প্রতি। বিলুপ্ত কমিটির আহ্বায়ক ছিলেন মেহেদী হাসান টোটা ও সদস্য সচিব রুবেল হাসান।
একই ইউনিয়নের ছাত্রদল কমিটির আহ্বায়ক মিনহাজুল রহমান শান্ত এবং সদস্য সচিব সাহারিয়া আপন ফাহিম বিস্বাস।
সূত্র জানায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল আলম কাউকে মানুষ মনে করছেন না। তার কয়েক জন অনুসারী নিয়ে তিনি ধানের শীষ প্রতীকের ভোট মাইনাসের ভয়ঙ্কর খেলায় মেতেছেন। কোন অদৃশ্য কারণে তাকে বাগে আনা যাচ্ছে না। সেখানে এখন চলছেই ফজলুর চাঁদাবাজি খবরদারি আর একচেটিয়া মাতুব্বরি। নিষেধ করার যেমন কেউ নেই। তেমনি নিষেধ থোড়ায় কেয়ার করছেন তিনি ও তার অনুসারীরা। ফজলু চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়া গ্রামের বাসিন্দা।
আরও খবর:টুঙ্গিপাড়ায় মাদক ব্যবসায়ী নবীর শিকদার ইয়াবাসহ গ্রেপ্তার
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.