কাহারোল (দিনাজপুর)প্রতিনিধি।। দিনাজপুরের কাহারোলে শুভ মহালয়া উপলক্ষে পিতৃ মাতৃ পূজা অনুষ্ঠিত হয়েছে।
২১সেপ্টম্বর ২০২৫ ইং রবিবার কাহারোল উপজেলার ২ নং রসুল পুর ইউনিয়নের ভবানী পুর গ্রামের মানব সেবা সংগঠনের আয়োজনে ভবানী পুর হরি মন্দির প্রাঙ্গনে শুভ মহালয়া উপলক্ষে পিতৃ -মাতৃর আশীর্বাদ কামনায় তর্পণ, জীবিত মা-বাবার পূজা অর্চনা ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় সংগঠনের সভাপতি বাবু অরুণ কুমার দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন,
দিনাজপুর -০১ আসনে বিএনপির দলীয় এম পি মনোনয়ন প্রত্যার্শী এম পি প্রার্থী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক বিএনপি নেতা মোঃ মামুনুর রশিদ চৌধুরী, পন্ডিত কান্তেশ্বর রায় , জয়ন্ত চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার রায়, সমাজ সেবক মোঃ শফিকুল ইসলাম প্রমূখ। সভা টি পরিচালনা করেন মিঠুন সরকার। আলোচনা সভা শেষে বাউল সংগীত পরিবেশনা করেন উত্তর বঙ্গের খ্যাতি মান কবিয়াল ক্ষীতিশ সরকার ও মালতী রানী সরকার।
আরও খবর:গাইবান্ধায় ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপিত হয়
Leave a Reply