নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের কালিবাড়ি বাজারে অপ্রাপ্ত বয়সী ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে থাকায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার এক সপ্তাহ পর শুক্রবার ভুক্তভোগী কিশোরীর পিতা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করার পর এলাকায় তোলপাড় শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়,গত ১২ সেপ্টেম্বর দুপুরে উপজেলার লাউতা ইউনিয়নের কালিবাড়ি বাজারে অবস্থিত নবদ্বীপ বৈদ্যের টেইলার্সের দোকানে সন্দেহজনক অবস্থায় এক কিশোরী ও দোকানের মালিককে দেখতে পান একদল যুবক। এরপর যুবকরা টেইলার্সের দোকানে ভিডিও ধারণ করেন। ঘটনার দিন বিকেলে যুবকরা কিশোরীর বাসায় গিয়ে তার কাছে এ বিষয়ে জানতে চাইলে ওই কিশোরী জানায়, তার সাথে টেইলার্সের দোকানের ভেতর খারাপ কাজ করা হয়েছে। কালিবাড়ি বাজার কর্তৃপক্ষের হস্তক্ষেপে ওইদিন বিষয়টির সাময়িক সমাধান হয়। পরে ওই যুবকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে টেইলার্সের দোকানের ভিডিও আপলোড করে দেন। এরপর থেকে এলাকায় তোলপাড় শুরু হলে কিশোরীর বাবা বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়,ওই কিশোরীর মূল বাড়ি সুনামগঞ্জ জেলায়। গত ১০/১২ বছর থেকে তারা বিয়ানীবাজারে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। এদিকে অভিযুক্ত নবদ্বীপ বৈদ্য (৫৫) লাউতা ইউনিয়নের লাউতা গ্রামের বাসিন্দা। তিনি কয়েক বছর থেকে কালিবাড়িবাজারে টেইলার্সের ব্যাবসা করে আসছে এবং স্থানীয় বাজারে তার নিজস্ব দোকান রয়েছে।
কিশোরীর বাবা জানান,তারা প্রথমে বিষয়টি জানতেন না। পরে যখন জানতে পারেন তখন তাদের মেয়েকে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান এবং পরবর্তীতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে নিয়ে চিকিৎসা দিচ্ছেন। তিনি মেয়ের সাথে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন বলেও জানান।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) ছবেদ আলী জানান,ধর্ষণের অভিযোগে আজকে কিশোরীর পিতা-বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আমরা বিষয়টা গুরুত্ব দিয়ে তদন্ত করবো এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
আরও পড়ুনঃ সানন্দবাড়ীতে কুকুর আতঙ্কে জনজীবন অচল
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.