দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন চরআমখাওয়া ইউনিয়ন পরিশোধ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধায় উপজেলার সানন্দবাড়ী প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি।
সভায় জিয়াউল ইসলাম জিয়া বলেন, আমি নির্বাচনের পর থেকে অদ্যবতি পর্যন্ত ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, আমি সব সময় সাংবাদিকদের সহযোগিতা চাই। চরআমখাওয়া ইউনিয়নে মাদকের ব্যাপক ছড়াছড়ি ও বাল্যবিবাহ ব্যাপকহারে বেড়ে গেছে। মাদকের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে । একটি মুহূর্ত নষ্ট করতে চাই না। সবার সহায়তা নিয়ে ইউনিয়ন পরিষদ চালাতে চাই।
জিয়াউল ইসলাম জিয়া আরও বলেন, দল মত নির্বিশেষে সবার সঙ্গে সমন্বয় করে সম্মিলিতভাবে চরআমখাওয়া ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চেষ্টা করি।
মতবিনিময় সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রশিদুল আলম শিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন চরআমখাওয়া ইউনিয়ন পরিশোধ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম, দুর্জয় বাংলার দেওয়ানগঞ্জ প্রতিনিধি হারুন অর রশীদ, অথেনটিক সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক মোস্তাইন বিল্লাহসহ অনেকেই।
এসময় সাংবাদিকরা সানন্দবাড়ী প্রেসক্লাবের অবকাঠামো ও অন্যান্য সামাজিক সমস্যা নিয়ে চেয়ারম্যানের সাথে আলোচনা করেন। তারা চরআমখাওয়া ইউনিয়নের ঐতিহ্য ও সমস্যা তুলে ধরেন।
আরও খবর:চট্টগ্রাম চকবাজারে প্রকাশ্যে চাঁদাবাজি, আতঙ্কে ব্যবসায়ীরা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.