এ.এস আব্দুস সামাদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় বিক্রয় প্রতিনিধি জোট পেশাজীবী সংগঠন—উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে শৈলকুপা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক আলোচনা সভা ও নির্বাচনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
১৭ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কামরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন নাজমুল হাসান মামুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা সিটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন রাসেন আহমেদ এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মিল্টন হোসেন মাস্টার।
সভায় আরও উপস্থিত ছিলেন দুল্লাপ হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। তারা নবগঠিত কমিটির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
স্থানীয় পর্যায়ে বিক্রয় প্রতিনিধি জোটকে আরও সুসংগঠিত ও পেশাজীবীদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
আরও খবর: নরসিংদীতে আলোকবালীতে ফের সন্ত্রাসীদের গুলিতে গৃহবধূ নিহত
Leave a Reply