মোঃ মোরশেদ আলম চৌধুরী: কক্সবাজারের চকরিয়ায় মালুমঘাট ধাওয়া খেয়ে নিখোঁজের ৩২ ঘণ্টা পর খাল থেকে মো. রিপন (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রিপন ওই এলাকার কামাল উদ্দিনের ছেলে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে মালুমঘাট চা-বাগান কোনাপাড়া-মৌলভীকাটা খাল থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।
তারা আরও জানায়, বুধবার রাতে চার যুবক চা বাগান এলাকায় বিলের মধ্যখানে একটি টং ঘরে বসে মাদক সেবন করছিল। বিষয়টি দেখতে পেয়ে লোকজন তাদের ধাওয়া দিলে খালে ঝাঁপ দেন তারা। পরে তিন যুবক সাঁতরে উঠতে পারলেও নিখোঁজ ছিলেন রিপন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে রিপনের লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয় লোকজন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, মরদেহের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও তিনি জানান।
আরও খবর: শৈলকুপায় বিক্রয় প্রতিনিধি জোটের কমিটি গঠন: সভাপতি কামরুল, সম্পাদক মামুন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.