মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর : শেরপুরে র্যাব-১৪,জামালপুর সিপিসি-১ এর পৃথক অভিযানে মোবাইল কোর্টের সাজাপ্রাপ্ত জেল পলাতক কয়েদী অমিত পাল (৩১) কে আটক এবং ২৩ বোতল বিদেশী মদসহ জিহাদ হাসান (১৭) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে পৃথক অভিযানে তাদের আটক ও গ্রেফতার করা হয়।
র্যাব জানায়,গত ০৫ আগস্ট সরকার পতনের পর শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারীর হামলায় ৫১৮ জন হাজতী ও কয়েদী পালিয়ে যায়। ওই ঘটনার পর থেকে সিপিসি-১,র্যাব-১৪, জামালপুর কোম্পানি ও কারা কর্তৃপক্ষ জেলা প্রশাসকের সরবরাহকৃত তালিকা অনুযায়ী পলাতক কয়েদীদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় ১৭ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫ টার দিকে সদর থানাধীন খোয়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে মোবাইল কোর্ট মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক কয়েদী ও দুর্গা নারায়ণপুর এলাকার শ্যামল পালের ছেলে অমিত পাল (৩১) কে আটক করে র্যাব। পরে তাকে আইনানুগ ব্যবস্থার জন্য সদর থানায় হস্তান্তর করা হয়।
অপরদিকে একই দিন বিকাল ৪ টা ৩০ মিনিটে নালিতাবাড়ী উপজেলার পশ্চিম সমশ্চুড়া এলাকায় জনৈক সাইদুল ইসলামের মাটির ঘরে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে অভিযান চালায় র্যাব। উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর সময় জিহাদ হাসান (১৭) কে আটক করা হয়। তবে তার সহযোগী মো. আবুল হোসেন (২৩) পালিয়ে যায়।
এসময় তাদের হেফাজত থেকে ২৩ বোতল বিদেশী মদ জব্দ করা হয়,যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৬ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত মদ পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-১৪ নিশ্চিত করেছেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.