নড়াইল প্রতিনিধি: নড়াইলে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ই সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে মত বিনিময় অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আশরাফুল ইসলাম,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলাম সহ নড়াইলসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ।
নড়াইলের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পুলিশ সুপার পরিচিত হন। পরে সাংবাদিকবৃন্দ নবাগত পুলিশ সুপার জনাব মোঃ রবিউল ইসলাম মহোদয়কে নড়াইল জেলায় যোগদান করায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, “সাংবাদিক ও আমরা একত্রে কাজ করবো এবং আপনাদের সহযোগিতায় সকলে মিলে নড়াইল জেলাকে অপরাধ মুক্ত করব। আপনারা অগ্রীম তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন। আমরা আমাদের যেকোন অর্জন, ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন, অবৈধ মাদকদ্রব্য, অস্ত্রসহ যেকোন উদ্ধার, আসামি গ্রেফতার ইত্যাদি বিষয়ে যথাসময়ে আপনাদের অবগত করবো।”
পরিশেষে নড়াইল জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পুলিশ সুপার মহোদয় সাংবাদিকসহ জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply