রাজ রোস্তম আলী: ঢাকার সাভারে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা সহ জাহিদ হাসান রাসেল ওরফে হৃদয় (২৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।
এরআগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে সাভার মডেল থানাধীন নয়াবাড়ী রেডিও কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যশোর জেলার মনিরামপুর থানার মুতরাপুর মোল্লাবাড়ী এলাকার আব্দুল হাই এর ছেলে জাহিদ হাসান রাসেল ওরফে হৃদয় (২৩) । সে সাভারের নয়াবাড়ী রেডিও কলোনি এলাকার জিন্নাত আলীর বাড়িতে ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।
ডিবি পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভারের নয়াবাড়ী রেডিও কলোনি এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার নিকট থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।
আরও খবর: নড়াইল পুলিশ সুপারের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.