নড়াইল প্রতিনিধি: নড়াইলে জুলাই শহীদ পরিবার এবংজুলাই যোদ্ধাদের পক্ষ থেকে প্রথম আলোয় প্রকাশিত ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা নড়াইলের আয়োজনে (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় নড়াইল প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় লিখিত বক্তব্য পাঠ করেন ২৪শের আহত জুলাই যোদ্ধা ও জুলাই বিপ্লবী যুব সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শেখ মোস্তাফিজ এসময় বক্তব্য দেন জুলাই শহীদ রবিউলের স্ত্রী সাবরিনা আক্তার, বৈষম্য বিরোধীছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার সাবেক আহবায়ক আব্দুর রহমান মেহেদী।
২৪শের আহত জুলাই যোদ্ধা ও জুলাই বিপ্লবী যুব সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, শেখ মোস্তাফিজ বলেন, একজন মানুষ যাকে জুলুম করে মারা হয়েছে যাকে মবের শিকার হয়ে মৃত্যুবরণ করতে হয়েছে তাকে যদি ভুয়া শহীদের আওতায় আনা হয় আমরা বসে থাকবোনা। নড়াইল জেলায় ৬৭ জুলাই যোদ্ধা আছে যারা গুলিবিদ্ধ এবং নানা ভাবে সিরিয়াস ইনজুরির মাধ্যমে আহত। সুতরাং ইনভেস্টিগেশন না করে কোন এভিডেন্স কোন প্রুভের ভিত্তিতে সংবাদ না করার জন্য এ প্রথম আলোকে আমরা একটা প্রতিবাদ লিপি পাঠাবো এবং সে ভিত্তিতে তাদের ক্ষমা চাইতে হবে, যদি ক্ষমা না চাই সারা বাংলাদেশে প্রথম আলোকে বয়কটের ডাক দেয়া হবে। সকল শহীদ পরিবার এবং জুলায় যোদ্ধাদের পক্ষ থেকে।
সিংক -১, ২শেখ মোস্তাফিজ, কেন্দ্রীয় সভাপতি ২৪শের আহত জুলাই যোদ্ধা ও জুলাই বিপ্লবী যুব সংগঠন।
নিহত রবিউলের স্ত্রী সাবরিনা আক্তার বলেন,, সবাই সঠিক তথ্য জানে এবং সে অনুযায়ী গেজেট ভুক্ত হয় তারপরেও কেন সংবাদপত্রের মাধ্যমে এমন গুজব ছড়ানো হচ্ছে। কয়েকটা ফেসবুক পেইজে গুজব ছড়ানো হয়েছিল যার কোন ভিত্তিহীন প্রমাণ নেই । এমন তথ্যের প্রমাণ যদি দিতে পারে তবে আমরা যে কোনো সাজা মেনে নিব । আর যদি প্রমাণ করতে না পারে সে ক্ষেত্রে তাদেরকে ক্ষমা চাইতে হবে এবং সঠিক তথ্যের মাধ্যমে পুনরায় নিউজ প্রচার করতে হবে।
সিংক - সাবরিনা আক্তার, নিহত রবিউলের স্ত্রী।
ভক্সপপ- বৈষম্য বিরোধীছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার সাবেক আহবায়ক আব্দুর রহমান মেহেদী
এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.