মোঃ সেলিম উদ্দিন,হবিগঞ্জ থেকে:- ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজের সামনে বাস চাপায় মা-ছেলে সহ ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতদের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাগরদিঘি মহল্লায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সাগরদিঘির সৈয়দ আলীর স্ত্রী শামিমা আক্তার (৪০) তার ১৪ বছরের ছেলে তকিকে নিয়ে নবীগঞ্জে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। রাস্তা পারাপার হওয়ার সময় সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই মা-ছেলে নিহত হন এছাড়াও বেশ কয়েকজন আহত হন।
পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। নিহত ছেলেটি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার গোপলার বাজার পুলিশ ফাঁড়ি ও শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে, চালক ও সহকারীরা পালিয়ে যায়। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এ ব্যাপারে স্থানীয়রা অভিযোগ করে বলেন, দিনারপুর কলেজের সামনে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে জেব্রা ক্রসিং ও গতিরোধক স্থাপনের দাবি জানানো হলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। ফলে, প্রতিনিয়ত পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। নিহত মা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও খবর: ষাঁড়ের লড়াইয়ে এসে প্রাণ গেল যুবকের , হাইকোর্টের নির্দেশ অমান্য
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.