আহসান হাবিব রুবেল: রাজধানীর বিজয় নগরে শ্রম ভবনের সামনে টানা ১৯ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন আউটসোর্সিং কর্মীরা। দাবি আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালালেও কোনো সুনির্দিষ্ট আশ্বাস না পেয়ে বাধ্য হয়েই তারা এ কর্মসূচি শুরু করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করছেন তারা।
আন্দোলনরত কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা বিভিন্ন সরকারি দপ্তরে আউটসোর্সিং পদ্ধতিতে কাজ করলেও বছরের পর বছর ধরে বেতন-বোনাসসহ ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন। একই সঙ্গে চাকরির স্থায়িত্ব নিয়েও তারা অনিশ্চয়তায় রয়েছেন।
তাদের অভিযোগ— বারবার সংশ্লিষ্ট দপ্তরে ধরনা দিলেও কোনো ফল মেলেনি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েকশ’ কর্মী খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
এদের মধ্যে অনেকে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। কয়েকজনকে হাসপাতালে নিতে হয়েছে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন। ঠাকুরগাঁও সদর হাসপাতালে স্বাস্থ্যকর্মী আহসান হাবিব ও রাজু জানান , ২০২০-২১ অর্থবছর থেকে ওয়ার্ড বয়, ওটি বয়, সিকিউরিটি গার্ড, আয়া, বাবুর্চি, পরিচ্ছন্নতাকর্মী ও লিফট অপারেটর হিসেবে কর্মরত ৩২ জন কর্মচারী করোনাকাল, ডেঙ্গু ও অন্যান্য দুর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়ে আসছিলেন। কিন্তু ৫ আগস্ট তারিখ থেকে হঠাৎ হাজিরা খাতা ও ডিউটি রোস্টার থেকে তাদের নাম বাদ দেওয়া হয়। চাকরিচ্যুতির কোনো লিখিত নোটিশও দেওয়া হয়নি।
কোন অভিযোগ ছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সারমী ট্রেডার্সের মালিক আশরাফুল ইসলাম তাদের কর্ম থেকে বাদ দিয়েছে। নতুন নিয়োগে অভিজ্ঞ ও দক্ষ কর্মীদের উপেক্ষা করে অযোগ্য ও নবাগতদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া অনেকের বকেয়া বেতনও এখনও পরিশোধ করা হয়নি।আউটসোর্সিং র্মচারী চাকুরীচ্যুতদের পুনর্বহাল দাবিতে-অবস্থান কর্মসূচি তবুও দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
আউটসোর্সিং কর্মীরা দাবি জানিয়েছেন— দীর্ঘদিনের বকেয়া বেতন পরিশোধ,চাকুরীচ্যুতদের পুনর্বহাল, চাকরির স্থায়িত্ব নিশ্চিতকরণ, ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ ও উৎসব ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা প্রদান।
এ বিষয়ে শ্রম মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা সরাসরি বক্তব্য দেননি।
তবে মন্ত্রণালয়ের ভেতরের একাধিক সূত্র জানিয়েছে, তাদের দাবিগুলো পর্যালোচনা করা হচ্ছে।
আন্দোলনকারীরা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি থেকে সরে আসবেন না।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.