মো:সাইদুর রহমান (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলায় পুলিশের পৃথক অভিযানে ৩১০ গ্রাম হেরোইন সহ তিন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইন বাজার মূল্য আনুমানিক ৩১ লাখ টাকা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে ধামরাই থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ।
গ্রেপ্তার কৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের বেরাগডাঙ্গা গ্রামের মো.শরিফ (২৯),টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সিংদাইর এলাকার মোছা.শাহিদা (২৯) এবং মিন্টু হোসেন (২৯)।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ধামরাই থানার এস আই রহমান এর নেতৃত্বে কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এসময় শরিফ কে আটক করে তার দেহ তল্লাশি করা হলে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার বাজার মূল্য আনুমানিক ২০ লাখ টাকা। একই দিনে ঢুলিভিটা এলাকায় পৃথক অভিযানে শাহিদা আক্তার ও মিন্টু হোসেন কে আটক করা হয়। তাদের কাছ থেকে আরও ১১০ গ্রাম হেরোইন পাওয়া যায়, যার মূল্য প্রায় ১১ লাখ টাকা।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে নির্দিষ্ট কিছু এলাকায় গোপনে মাদক ব্যবসা চলছিল। তবে বড় চক্রকে পুলিশ ধরতে পারবে এমন আশা অনেকেই করেননি। স্থানীয় এক বাসিন্দা বলেন, মাদক ব্যাবসায়ীরা দিন দিন ব্যাপরোয়া হয়ে উঠেছিল। পুলিশের অভিযান আমাদের স্বস্তি দিয়েছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, বিশেষ অভিযানের অংশ হিসেবে এ কয়দিন টিম মাঠে কাজ করেছে। গ্রেপ্তার কৃতরা ভারত থেকে হেরোইন এনে ধামরাই থানার বিভিন্ন স্থানে খুচরা বিক্রির পরিকল্পনা করেছিল। আমরা সফল ভাবে তাদের আটক করেছি। গত ১২ ঘন্টায় আরও তিনটি মামলা রেকর্ড করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযানে ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদকও উদ্ধার হয়েছে। এর মধ্যে ৬০,৩০ ও ২০ পিস ইয়াবার পৃথক মামলা অন্তর্ভুক্ত আছেন। বড় চক্রের সাথে জড়িতদের ও খুঁজে বের করতে গোয়েন্দা নজর দারি আরও বাড়ানো হবে। "ধামরাই মাদক মুক্ত রাখতে আমাদের অভিযান চলমান থাকবে", বলেন তিনি।
আরও খবর : চাঁচড়া রূপদিয়ায় স্ত্রীসহ কৃষককে প্রকাশ্যে হত্যার চেষ্টা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.