মালিকুজ্জামান কাকা: যশোরের অভয়নগর থানা পুলিশ সাড়াশি অভিযান শুরু করেছে। এর আওতায় একটি অভিযানে এক ওয়ান শুটার গান ও একটি দেশীয় অস্ত্রের যন্ত্রাংশসহ একাধীক মামলার আসামী সন্ত্রাসী আরমান আকুঞ্জি (৩১) কে আটক করা হয়েছে।
অভয়নগর থানার (ওসি তদন্ত শুভ্র প্রকাশ দাস, বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পের আইসি রইসুল ইসলাম ও এসআই সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি যৌথ টিম অভিযান পরিচালনা করে ফুলতলা বাজারের শশুরবাড়ির এলাকা থেকে সন্ত্রাসী আরমানকে আটক করে। আটক আরমান শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া গ্রামের মিঠু আকুঞ্জির ছেলে। সে আলোচিত ইউপি সদস্য নুরুল হত্যা মামলার এজহারভুক্ত আাসামী। এঘটনায় অভয়নগর থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
শুভরাড়া ইউনিয়নের আলোচিত শামিম হত্যা মামলার আসামী আরমান আকুঞ্জিসহ দুইজনকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ। আটককৃতরা হলেন, শুভরাড়া ইউনিয়নের বাবুরহাট এলাকার বাবু শেখের ছেলে নাইম শেখ (২৫) ও একই এলাকার মজিদ গাজীর ছেলে মিজান গাজী (২১)। পুলিশ জানায় এলাকাবাসীর সহযোগিতায় চিহ্নিত এসব সন্ত্রাসীদের স্ব স্ব এলাকা থেকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন, আমার থানা এলাকায় কোন প্রকার সন্ত্রাসী, চাঁদাবাজী, মাদক কারবারির স্থান হবেনা। যেকোন মূল্যে অপরাধীদের আইনের আওতায় আনা হবে। সাড়াশি অভিযান জোরদার করা হয়েছে। তার প্রেক্ষিতে অস্ত্রসহ আরমানকে আটক করা হয়েছে। পাশাপাশি শামিম হত্যা মামলার ৩ আসামীকে আটক করে গতকাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.