আমির হোসেনঃ ঝালকাঠির নলছিটি উপজেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলা পূজা উদযাপন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে প্রাপ্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন পলাশ সাজ্জন, সাধারণ সম্পাদক হয়েছেন উজ্জ্বল বনিক ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন রাজীব কুমার মালো।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৫ সুষ্ঠুভাবে উদযাপন এবং হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসবকে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন করতে নবগঠিত এ কমিটি দায়িত্ব পালন করবে।
কমিটির নেতৃবৃন্দ বলেন, “শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় উৎসব নয়, এটি নলছিটির মানুষের মিলনমেলা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই আমরা উৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করব।”
পূজা মণ্ডপগুলোতে শৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা জোরদার করা ও ভক্ত-দর্শনার্থীদের সুষ্ঠু অংশগ্রহণ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেছেন নবগঠিত এ কমিটি।
আরও খবর: নালিতাবাড়ীতে ধর্ষণ মামলা ধামাচাপা দিতে ধর্ষিতার বিরুদ্ধে চারটব চুরির মামলা!
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.