মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদীগ্রামে প্রতিপক্ষের বিরুদ্ধে ফসল নষ্ট ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন এক কৃষক। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, হলদীগ্রাম এলাকার মৃত ইউছুফ আলীর পুত্র কৃষক মোঃ জুব্বার আলী (৩৫) প্রতিদিনের মতো কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেছেন,প্রতিপক্ষ মৃত আলহাজ্ব লাল মিয়ার পুত্র মোঃ সাহাজ উদ্দিন (৫৫) ও তার স্ত্রী আবিদা সুলতানা (৪৫) পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে দা ও খস্তি নিয়ে তার জমির ১৫ শতাংশ কাকরুল ক্ষেত কেটে ফেলে। জুব্বার আলী জানান,তিনি ঘটনাস্থলে গিয়ে কাকরুল গাছ কাটতে নিষেধ করলে বিবাদীরা উত্তেজিত হয়ে তাকে ধারালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে আক্রমণের চেষ্টা চালায়।
এ সময় তিনি প্রাণের ভয়ে দৌড়ে গিয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি রক্ষা পান। তিনি আরও অভিযোগ করেন, বিবাদীরা কাকরুল ক্ষেত নষ্ট করে তার প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি করেছে। চলে যাওয়ার সময় তারা প্রকাশ্যে হুমকি দেয়- "আইনের আশ্রয় নিলে তাকে রাস্তা-ঘাটে পেয়ে হত্যা করে লাশ গুম করবে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ও ঝিনাইগাতী থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগের প্রত্যক্ষদর্শী হিসেবে স্থানীয় কয়েকজন গ্রামবাসীর নামও উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ঝিনাইগাতী থানা অফিসার্স ইনচার্জ আল-আমীন বলেন আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুনঃ গোপালগঞ্জ জেলা কারাগারে বন্ধিদের খাবার বিক্রি অভিযোগ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.