নিজস্ব প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর টোলঘর সংলগ্ন মাঠে মাদক নির্মূল করার লক্ষ্যে মাদক বিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় পাথরের চর টোলঘর প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও মাইনুল ইসলামের পরিচালনায় সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি সরোয়ার- ই- আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং ডাংধরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সামাদ মেম্বার, সাধারণ সম্পাদক জুলহাজ উদ্দিন, সহ-সভাপতি মহসিন উদ্দিন মিলন, সহ-সভাপতি মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক আজাহার উদ্দিন, ছাত্রদলের সভাপতি শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া প্রমূখ ।
প্রধান অতিথি বলেন, এলাকাকে মাদক মুক্ত করতে যত ধরনের ব্যবস্থা গ্রহন করার দরকার আমরা যুব সমাজের পাশে থেকে করে যাবো। বক্তারা স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহলের সহযোগিতা চেয়ে বলেন, আপনারা যদি সহযোগিতা করেন খুব অল্প সময়ের মধ্যে আমাদের এলাকাকে মাদক মুক্ত করতে পারবো।
উপস্থিত বক্তারা আরও বলেন, মাদক প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে এবং যেখানেই মাদক, সেখানেই প্রতিরোধ’ করতে হবে, এবং মাদক প্রতিরোধে প্রতিটি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।
সভাপতির সমাপনী বক্তব্যে ফরহাদ হোসেন উপস্থিত নেতাকর্মীদের বলেন আপনারা কোনো মাদক কারবারি এবং মাদক সেবনকারী কে ধরে দিতে পারলে আপনার পুরুষ্কিত করা হবে।
আরও পড়ুনঃ দিনাজপুরে পাতা খেলায়-বীরগঞ্জ- কাহারোল-১ বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মনজুরুল ইসলাম
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.