নিজস্ব প্রতিবেদক মোহাঃ ফজলুর রহমানঃ বুধবার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “সু-শিক্ষার মান উন্নয়ন কর্মশালা প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।চিরিরবন্দর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দীর্ঘ চার ঘন্টা বিরতিহীন ভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা সহ মোট ৬০জন প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মতবিনিময় করেন। মতবিনিময় চলাকালে শ্রেণি কার্যক্রমের সেবা,
মান উন্নয়ন সহ বিভিন্ন কলা কৌশল নিয়ে চমকপ্রদ আলোচনা সভা সফল হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা। এ সময় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমিক সুপারভাইজার
সহ সকল সহকারি শিক্ষা অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply