ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে মেয়ে হত্যার বিচার চেয়ে মামলা করায় আসামিরা নিহতের পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী। সোমবার (৮ই সেপ্টেম্বর) বেলা ১১টায় নলছিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন নিহত কন্যার পিতা মামলার বাদী উপজেলার গোহালকাঠি গ্রামের মো: জসিম মীর।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো: জসিম মীর অভিযোগ করে বলেন, গোহালকাঠি গ্রামের খালেক জমাদ্দার সহ তার পরিবারের লোকজন শিয়াল ধরার জন্য বৈদ্যুতিক ফাঁদ পাতে।
গত ১৮ই জুলাই সেই ফাঁদে পা পড়ে মো: জসিম মীরের কন্যা ফাহিমা আক্তার মনিরা মৃত্যু বরন করেন। এ ঘটনায় খালেক জমাদ্দার, মন্টু জমাদ্দার, আউয়াল জমাদ্দার ও রুনু বেগমকে আসামি করে মামলা দায়ের করেন তিনি।
মামলায় তাদের গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হলেও কয়েকদিন পরেই জামিন পেয়ে জেল থেকে বেড়িয়ে এসে মো: জসিম মীরকে প্রাণনাশের হুমকি দেয় আসামিরা। গত ৩ শে আগষ্ট আসামিরা নিহতের পিতা ও মামলার বাদি মো:জসিম মীরকে মামলা তুলে নিতে বলে। মামলা না তুললে তাকেও মেয়ের মতো হত্যা করা হবে বলে হুমকি দেয় অভিযুক্ত আসামিরা।
এ ঘটনায় গত ৬ই সেপ্টেম্বর মো:জসিম মীরের স্ত্রী ও নিহত ফাহিমা আক্তার মনিরার মা নয়নতারা নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২৩৯, তারিখ-০৬/০৯/২০২৫) করেছেন বলে সংবাদ সম্মেলনে জানান মো: জসিম মীর।
তিনি আরও বলেন, এর আগে আসামিরা জেল থেকে বেড়িয়ে এসে “আমাদের হয়রানি করার জন্য গত ৩ আগষ্ট আসামিরা ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আমাদেও বিরুদ্ধে একটি মিথ্যা মামলা (নং সি আর মোং নং-২৬১/২০২৫-নল) দায়ের করে।
সংবাদ সম্মেলনে আসামিদের জামিন বাতিল করে আসামির জেল হাজতে প্রেরণ এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানান কন্যা হারনো পিতা মো: মীর জসিম।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.