নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুরের চিরিরবন্দরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা দৌলতপুর আমবাড়ী বাজার, সোমবার দুপুরে মর্মান্তিক সড়ক এদুর্ঘটনাটি ঘটেছে। ট্রাক্টর ও ব্যাটারী-চালিত ভ্যান মু*খো*মু*খি সং*ঘ*র্ষে এবং ঘ*টনা*স্থলে ভ্যানচালক নি*হ*ত হয়েছে। নি*হ*ত ব্যক্তিকে স্থানীয়রা সনাক্ত করেন নাম ফজলু বাসা হচ্ছে গনিপুর এবং তার পরিবারের সঙ্গে তারা যোগাযোগ হলে। তারা বলেন চিরিরবন্দর থানার পুলিশ জানিয়েছেন।
আরও পড়ুনঃ নালিতাবাড়ীতে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন
Leave a Reply