মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর : শেরপুরে দোজা পীরের পরিত্যক্ত দরবার থেকে রিনা বেগম (৩২) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের বদরুদ্দোজা হায়দার ওরফে দোজা পীরের দরবারসংলগ্ন বহুতল ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
নিহত রিনা বেগমের শ্বশুরবাড়ি পাশের চরজঙ্গলদী গ্রামে,আর বাবার বাড়ি জামালপুর সদর উপজেলার বাউরামারীতে। স্থানীয়রা জানান,প্রায় ৯ মাস আগে ওই দরবারকে কেন্দ্র করে মুসল্লীদের সঙ্গে পীরের অনুসারীদের সংঘর্ষ,ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছিল।
এ ঘটনায় থানায় একাধিক মামলাও হয়। যদিও উচ্চ পর্যায়ের মধ্যস্থতায় দুমাস আগে মামলাগুলোর নিষ্পত্তি হয়,তারপরও দরবারে আর ফিরে আসেননি পীর ও তার অনুসারীরা। ফলে দরবারটি দীর্ঘদিন ধরে জনমানবশূন্য অবস্থায় ছিল।
এমন পরিস্থিতিতে রোববার দুপুরে দরবারসংলগ্ন ভবন থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা খোঁজ নিয়ে তৃতীয় তলায় বোরকা পরিহিত অবস্থায় নারীর লাশ দেখতে পান। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জুবায়দুল আলম বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি দুদিন ধরে পড়ে ছিল,এতে পচন ধরেছে। ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলেও প্রাথমিক অনুমান করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
আরও পড়ুন : চিরিরবন্দরে অজ্ঞাত যুবকের মরদেহ-পুলিশি তৎপরতায়-মরদেহের পরিচয় সনাক্ত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.