আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে মণি আক্তার (১৩) নামের এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৫ সেপ্টেম্বর শুক্রবার রাত ১১ টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
একই দিন (শুক্রবার)সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মনি তাদের বসত ঘরের দোতলার পাটাতনের ওপর আড়ার সঙ্গে সাইড ব্যাগের কালো রংয়ের ফিতা দিয়া গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে পরিবারের সদস্যদের দাবি। সে বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল বলেও দাবি তাদের। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে।
মণি ডেবরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। সে খুলনা গ্রামের মোস্তফা হাওলাদারের মেয়ে।
নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম জানান, স্কুলছাত্রী মনি তাদের বসত ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে তার স্বজনরা দাবি করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শনিবার ঝালকাঠি সদর হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আরও খবর: স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.