নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারা: ৫ সেপ্টেমবর শুক্রবার বিকেলে সরেজমিন ঘুরে দেখা যায়, কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের নয়ারচর মধ্যপাড়া গ্রামে বাড়ির পাশ থেকে মাটি কেটে রাস্তা তৈরির কাজ শুরু হলেও দীর্ঘদিনেও তা সম্পন্ন হয়নি। ফলে কয়েকটি বাড়িঘর ভাঙনের ঝুঁকিতে পড়েছে এবং এলাকাবাসীর চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগীরা জানান, মোহনগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ভেকু মেশিন দিয়ে বাড়ির পাশ ঘেঁষে রাস্তা খনন করেন। এসময় তিনি আশ্বাস দিয়েছিলেন— রাস্তা উঁচু করে ভালোভাবে নির্মাণ করে দেবেন, যাতে বাড়িঘরগুলো নিরাপদ থাকে। কিন্তু বাস্তবে মাত্র ৩-৪ ট্রলি মাটি ফেলে কাজ বন্ধ করে দেওয়া হয়। এতে রাস্তা অসম্পূর্ণ থেকে যাওয়ায় চলাচলে সমস্যা হচ্ছে, একইসঙ্গে বাড়িঘরগুলো ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, “আমরা প্রতিদিন চরম দুর্ভোগের মধ্যে পড়ছি। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। আমাদের ঘরবাড়ি হুমকির মুখে থাকলেও কেউ কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না।”
জানা গেছে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি দ্রুত সমাধানের আশ্বাস দিলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।
এলাকাবাসীর জোর দাবি, বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্ত করে রাস্তা দ্রুত সংস্কার করা হোক এবং নিরাপদ চলাচলের ব্যবস্থা নিশ্চিত করা হোক। একই সঙ্গে বাড়িঘর রক্ষায় টেকসই ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
আরও পড়ুনঃ ঝিনাইদহে কর্মী-সহযোগী সমাবেশে অধ্যাপক আলী আজমের ঘোষণা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.