নড়াইল প্রতিনিধি: নড়াইলে গণধিকার পরিষদের জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
নড়াইলের আলাদাতপুর এলিট কুজিন রেস্টুরেন্টে,সকাল দশটায় গণধিকার পরিষদের মূল দলসহ অঙ্গসংগঠন গুলোর থানা ও জেলা পর্যায়ের সিরিয়ার নেতৃবৃন্দের উপস্থিতিতে গণঅধিকার পরিষদের নড়াইল জেলা কমিটির সভাপতি সেলিম ইমামের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মনিরুল মাওলা ও লায়ন নুর ইসলাম।
আলোচনা সভায় নির্বাচন প্রস্তুতি, পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নির্দেশনা সহ কমিটি গঠন ও দায়িত্ব বন্টন কার্যক্রম সম্পন্ন হয়।
সভায় জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক গণধিকার পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
দলের সাংগঠনিক সম্পাদক বলেন সমস্ত দল এবং নেতাদের থেকে আমরা ব্যতিক্রম তা জনগণের কাছে প্রমাণ করতে হবে।
সভায় গণধিকার পরিষদের সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক যুব,শ্রমিক ও ছাত্র অধিকার পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ এবং মনিরুল মাওলা বলেন লায়ন নুর ইসলামকে আমরা নড়াইল ২ আসনে অধিকার পরিষদের ব্যানারে এম,পি হিসেবে দেখতে চাই।
এ লক্ষ বাস্তবায়নের জন্য প্রত্যেক পাড়া মহল্লায় আমাদের কাজ করে যেতে হবে।
সভায় লায়ন নুর ইসলাম বলেন এদেশের রাজনীতিতে ও দেশপ্রেমের ক্ষেত্রে ভি,পি নুরুল হক নূরের কোন বিকল্প নেই। তার ত্যাগ আর আদর্শযে ব্যতিক্রম তা নির্বাচন বাস্তবায়ন কমিটির কার্যক্রমের মধ্য দিয়ে ই জনগণের কাছে প্রমাণ করতে হবে। নির্বাচিত হওয়ার পরে কি করবেন সে অঙ্গীকার না দিয়ে, আপনারা যে জনগণের কল্যাণে এক নব দিগন্তের ইতিহাস তার নমুনা প্রমাণ করতে হবে। মানুষ এখন যথেষ্ট সচেতন। তারা নতুনত্বের সন্ধানে, আপনারাই তারা তা আপনাদের প্রমাণ করতে হবে।
আরও পড়ুনঃ রাজিবপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.