মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন বেসরকারি ডায়াগস্টিক সেন্টার ও হাসপাতালে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন এর নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা সরকার অদ্রি’র নেতৃত্বে মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে।
ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ এর ১৩ (২) ধারা মোতাবেক কেয়ার ডায়াগনস্টিক এ ১০ হাজার টাকা এবং হেলথলাইন ডায়াগনস্টিক সেন্টারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক ১টি মামলায় ১০ হাজার টাকা ও মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক এন্ড ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ এর ১৩(২) ধারায় ৫ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন জেলা ট্রাস্ক ফোর্সের সদস্য সৈয়দ তফজ্জল হোসেন, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার এবং সহযোগিতায় ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম ও শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম সহ ফায়ার সার্ভিসের সদস্যগণ।
স্থানীয়রা উক্ত অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এসব ডায়াগনস্টিক সেন্টার, প্রাইভেট হাসপাতাল ও সরকারি হাসপাতালের অনিয়মের বিষয়ে তদারকি অভিযান পরিচালনা করা প্রয়োজন তাহলে সাধারণ মানুষ স্বস্তি পাবে।
আরও পড়ুনঃ যশোরে মাদক ব্যাবসায়ীরা বে-পরোয়া, সিআইডি’র উপর হামলায় ৪ পুলিশ আহত
Leave a Reply