বিশ্বজিৎ চন্দ্র সরকার: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত ৭ নং জোয়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পে জরুরি কিছু মৌলিক সুবিধা না থাকায় শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
বিদ্যালয়টিতে পাঠদানের জন্য মৌলিক সুযোগ-সুবিধা থাকলেও নেই শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা, নেই ওয়াল বাউন্ডারি, এমনকি মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনার পর্যাপ্ত সুযোগও নেই।
বিদ্যালয়ে সরেজমিনে গেলে এক ছাত্রী জানায়, “আমাদের খাওয়ার পানির খুবই সমস্যা। স্কুলে এসে আমরা পানি পান করতে পারি না, এতে খুবই কষ্ট হয়।”
প্রধান শিক্ষক জানান, খাবার পানির ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীরা পাশের বাড়ি থেকে পানি সংগ্রহ করে, এতে বাড়ির মালিকেরা প্রায়ই বিরক্তি প্রকাশ করেন। ওয়াল বাউন্ডারি না থাকায় সম্প্রতি এক শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হয়। পাশাপাশি মাল্টিমিডিয়া ক্লাসরুমের উপযুক্ত ব্যবস্থা না থাকায় ডিজিটাল পদ্ধতিতে পাঠদানেও বিঘ্ন ঘটছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসীর দাবি, শিক্ষার্থীদের মৌলিক অধিকার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।>
Leave a Reply