হিলি প্রতিনিধি :
আমদানি নির্ভরতা কমাতে মাশকলই ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে দিনাজপুরের হিলিতে প্রান্তিক পর্যায়ের কৃষক ও কৃষাণীদের মাঝে বিনামূল্যে মাশকলই বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় আজ দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষক কৃষাণীদের হাতে এসব বীজ ও রাসায়নিক সার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম।
উপজেলার ৩০জন কৃষক কৃষাণীকে ৫ কেজি করে মাশকলই বীজ, ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার বিতরন করা হয়। সেই সাথে কিভাবে মাশকলই আবাদ ও রক্ষনাবেক্ষন করতে সে সম্পর্কে কৃষক কৃষাণীদের অবগত করেন কৃষি কর্মকর্তা।
উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমান হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ সহ অনেকে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.