নিজস্ব প্রতিনিধি : তারিকুল ইসলাম তারা: ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যে, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জাতীয়তাবাদী শক্তির অহংকার জননেতা তারেক রহমান”—এই স্লোগানে মুখরিত পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে কুড়িগ্রামের রাজিবপুরে।
উপজেলা বিএনপির আয়োজনে ৩ সেপ্টেম্বর বিকেল ৫টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজিবপুর মধ্যবাজারে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক পদসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হাই সরকার। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক রোস্তম মাহমুদ লিখন।
সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ও আদর্শ তুলে ধরে বলেন, বিএনপি সব সময় দেশের জনগণের অধিকার আদায়ে সংগ্রাম করে এসেছে এবং ভবিষ্যতেও গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে থাকবে।
এ সময় দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে ত্বরান্বিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply