রাজ রোস্তম আলী :ঢাকার আশুলিয়ায় গার্মেন্টসের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপ ও কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ, মহড়া ও ভাঙচুরের ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনি।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সেনাবাহিনীর জামগড়া আর্মি ক্যাম্পের টহল দল এ অভিযান পরিচালনা করে।
যৌথ বাহিনী জানায়, বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকায় গার্মেন্টস থেকে ঝুটবাহী গাড়ি বের হওয়ার আগে দুটি সন্ত্রাসী গ্রুপ ও কিশোর গ্যাং দেশীয় অস্ত্র ও পিস্তল নিয়ে মহড়া চালায়। এ সময় সাধারণ পথচারীদের মারধর ও স্থানীয় দোকানপাট ভাঙচুর করা হয়। খবর পেয়ে মাত্র ১০ মিনিটের মধ্যে সেনা টহল দল ঘটনাস্থলে গিয়ে ১১ জনকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত কিশোর গ্যাং সদস্যদের স্বীকারোক্তি মূলক তথ্যের ভিত্তিতে তাদের সন্ত্রাসী দলের মূলহোতা হিসেবে মুকুল ভূইয়া ও রনি ভূইয়ার নাম পাওয়া যায়। এ সময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশের উপস্থিতিতে একাধিক স্থানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
যৌথ বাহিনী আরও জানায়, কিশোর গ্যাং সদস্যদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুনঃ নালিতাবাড়ীতে সমাজসেবা’কর্তৃক ভিক্ষুক সাজেদাকে ছাগল প্রদান
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.