নড়াইল প্রতিনিধি: “কৃষক , বসতবাড়ি, কৃষিজমি, খেলার মাঠসহ গ্রাম বাঁচাও” এই শ্লোগানে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর দুপুরে আদালত সড়কে লোহাগড়ার ঘাঘা-কোটাকোল গ্রামের সাধারণ জনগণের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপি এই মানববন্ধনে এলাকার শতাধিক নারি পুরুষ উপস্থিত ছিলেন।
এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন বি এম ফরিদুজ্জামান,কে এম মিঠু,বি এম আবুল কালাম.মোহাম্মাদ নসরুল্লাহ প্রমুখ। এ সময় বক্তারা বলেন,ফ্যাসিবাদের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তার নীল নক্সা অনুযায়ী নবগঙ্গা-মধুমতী প্রকল্পের ঘাঘা-কোটাকোল অংশে বেড়িবাঁধ নির্মাণ করায় এলাকার কয়েকশ মানুষ চরম ক্ষতির মুখে পড়বে। বিগতদিনে নদী ভাংগনের ফলে এলাকার মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে।
সামান্য যে জমি জায়গা আছে বেড়িবাধ নির্মাণ হলে সেটুকু চলে যাবে। পানিউন্নয়ন বোর্ড ইতোমধ্যে নদী ভাংগন রোধ করতে সক্ষম হয়েছে । আমাদের এখন আর বেড়িবাঁধের দরকার নেই। মানববন্ধন শেষে জেলা প্রশাসক শারমিন আক্তর জাহানের কাছে স্বারণ লিপি প্রদান করা হয়।
আরও পড়ুনঃ নড়াইলে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.