জামাল উদ্দীন কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ২টি দেশীয় তৈরী একনলা বন্দুকসহ নারী-পুরুষ মিলে তিনজন অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী পৌরসভাস্থ গোরকঘাটা জেটি ঘাট এলাকায় থানার একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে। এ সময় অস্ত্র ক্রয়ের উদ্দেশ্যে মহেশখালী আসা তিনজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাহাড়তলী এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২৫),একই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আলীর জাহান এস এম পাড়ার মৃত আব্দুল হাকিমের স্ত্রী গোলবাহার খাতুন (৬৫) এবং মৃত সুলতান আহমদের স্ত্রী দিলবার বেগম (৬০)।
পুলিশ জানায়, তারা মহেশখালী থেকে অস্ত্র ক্রয় করে কক্সবাজারে নেওয়ার চেষ্টা করছিলেন।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন,মহেশখালীতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এজন্য জনগণের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।
আরও পড়ুন :ঝিনাইদহ মহেশপুরে যৌথ অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.