নিজস্ব প্রতিবেদকঃ পঞ্চগড় সদর থানার টুনিরহাট বাজার এলাকায় নাইটগার্ড রফিকুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করণ প্রসঙ্গে গত ০৪/০৮/২০২৫ দিবাগত গভীর রাতে পঞ্চগড় জেলার সদর থানার কামাত-কাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট বাজারস্থ জনৈক মাহাবুব আলম প্রধানের কাঠের সমিল ঘরের বারান্দায় কে বা কাহারা বাজারের নাইট গার্ড ডিসিস্ট রফিকুল ইসলামকে গলা কেটে হত্যা করে ফেলে রাখে। এই ঘটনায় সদর থানায় অজ্ঞাতনামা আসামীদের নামে একটি হত্যা মামলা রুজু হয়। উক্ত ঘটনায় জড়িত মূল আসামী আরমান ইসলাম আমজাদ (২৭) পিতা-মোঃ রফিকুল ইসলাম, সাং-টুনির হাট প্রধানপাড়া, থানা-পঞ্চগড় সদর,জেলা-পঞ্চগড় কে দীর্ঘ প্রচেষ্টায় প্রযুক্তির সহায়তায় সনাক্ত করতে সক্ষম হই। অত:পর উক্ত আসামী এলাকা ছেড়ে অদ্য বিকাল ৪.০০ ঘটিকায় ঢাকায় পালিয়ে যাবে এ বিষয়টিও আমরা প্রযুক্তির মাধ্যমে জানতে পেরে ডিবি ও থানা পুলিশের চৌকস টিম হারিভাসা এলাকায় দুপুর হতেই অবস্থান নেয়। অতঃপর আসামী তার পরিকল্পনা মোতাবেক অদ্য বিকাল ৪.০০ ঘটিকার সময় অটো যোগে হাড়িভাসা হতে জগদল বাজারের উদ্দেশ্যে রওনা দিলে ডিবি ও থানা পুলিশের চৌকস টিম পথিমধ্যে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। অতঃপর আসামী হত্যাকান্ডের আদ্যপান্ত বর্ণনা করে জানায় যে, ঘটনার দিন ইংরেজি ০৪/০৮/২০২৫ রাত অনুমান-১২.০০ ঘটিকার সময়ে ঘটনাস্থল ডিসিস্টের বারান্দা ঘরে গিয়ে তাস দিয়ে ৪০০ টাকা করে বিট ধরে ১০০ পয়েন্টের রামি খেলতে শুরু করে। আসামীর পয়েন্ট যখন ৭০ হয় তখন সে ডিসিস্টের ভুল ট্রাম্পের দরুন ৮০ পয়েন্ট বোনাস পেলে আসামীর গেম পূর্ণ হয়। তখন ডিসিস্ট উক্ত গেম না মানলে আসামী বিটের ৪০০+৪০০= ৮০০ টাকা নিয়ে রওনা দিলে ডিসিস্ট তার ঘরে থাকা কাস্তে দিয়ে পেছন হতে আসামীর পিঠে আঘাত করে। তখন আসামী ডিসিস্টের নিকট হতে কাস্তে কেড়ে নিয়ে ডিসিস্টের গলায় প্রথমে পোচ দেয়। অতঃপর গলা ধরে মাটিতে শোয়ায়ে জবাই করে মৃত্যু নিশ্চিত করে হত্যাকান্ডে ব্যবহৃত কাস্তে সহ ঘটনাস্থল হতে পালিয়ে যায় এবং হত্যাকান্ডে ব্যবহৃত কাস্তেটি টুনিরহাট ব্রিজের নিচে ফেলে দিয়ে চলে যায় মর্মে স্বীকারোক্তি প্রদান করে জানায় থানা পুলিশ।
আরও পড়ুনঃ বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেল-ভ্যান ত্রিমুখী সংঘর্ষে নিহত ১
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.