এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি, বর্ষীয়ান সাংবাদিক আমিনুর রহমান টুকু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার আল-মানার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী ও চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আমিনুর রহমান টুকু দীর্ঘদিন বার্তা সংস্থা ইউএনবির ঝিনাইদহ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি জাতীয় মানবাধিকার সংস্থা, সচেতন নাগরিক কমিটি (সনাক) ও বাংলাদেশ ভোক্তা অ্যাসোসিয়শনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বশীল ছিলেন। শিক্ষাক্ষেত্রেও তার অবদান রয়েছে। তিনি সদর উপজেলার আমেনা খাতুন ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে কৃতিত্বের স্বাক্ষর রাখেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকার আল-মানার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আট দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার তিনি ইন্তেকাল করেন।
আজ (সোমবার) রাতে ঝিনাইদহ উজির আলী হাই স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। এর আগে বাদ মাগরিব মরহুমের মৃতদেহ ঝিনাইদহ প্রেসক্লাব চত্বরে আনা হয়। সেখানে জেলার সাংবাদিকরা তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল করেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঝিনাইদহ প্রেসক্লাব। সভাপতি আসিফ কাজল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সাবেক সভাপতি এম রায়হান ও সাইফুল মাবুদসহ অন্যান্য নেতারা এক শোকবার্তায় বলেন—আমিনুর রহমান টুকু ছিলেন জেলার সাংবাদিকদের অভিভাবক ও সমাজ সচেতন ব্যক্তি। তার মৃত্যুতে ঝিনাইদহবাসী একজন সুনাগরিককে হারালো।
এছাড়া জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা জামায়াতের আমির আবু বকর মো. শাহজাহান, সেক্রেটারি আব্দুল আউয়াল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আবু হুরায়রা, এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রহমান ও ঝিনাইদহ ফোরামের সভাপতি মহাব্বত হোসেন টিপুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।
আরও পড়ুন মানবাধিকারের মশাল হাতে—WHRAPC’র সার্টিফিকেট পেলেন বাংলাদেশি সাংবাদিক ও কর্মীবৃন্দ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.