নিজস্ব প্রতিবেদক:আজ সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
দিনটি উপলক্ষে সারাদেশের মত চরআমখাওয়া ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে নানান কর্মসূচি পালন করা হয়। সকালে বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
দলীয় কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে চরআমখাওয়া ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লম্বা পাড়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে এসে শেষ হয়।
সেখানে অধ্যাপক নুরুল ইসলাম এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,
চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান মাস্টার, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, বাজার বিএনপির সভাপতি আব্দুল মতিন সরকার, যুবদলের সদস্য রফিকুল ইসলাম, যুবদলের সদস্য সচিব বাবুল আক্তার, শ্রমিক দলের সভাপতি বাবুল আক্তার, তাতীদলের সভাপতি আল-মামুন দেওয়ান, সেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর হোসেন বাদশা, কৃষক দলের সভাপতি লিটন মাহমুদ সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের নেতৃবৃন্দ ও কর্মীরা বিএনপিকে আরও সুসংগঠিত করার অঙ্গীকার ব্যক্ত করে চরআমখাওয়া ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আবুল হাসেম মাস্টার বলেন বিএনপিতে কোন মাস্তান বা চাঁদাবাজের ঠাই নাই। কারও বিরুদ্ধে এমন অভিযোগ পেলে দল থেকে বহিষ্কার সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.