এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম): বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়ন যুব শাখার উদ্যোগে দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দায়িত্বশীল সম্মেলনে প্রধান অথিতি ছিলেন চট্টগ্রাম দক্ষিন জেলা জামায়াতের এসিস্টেন্ট সেক্রেটারী চট্টগ্রাম-১৬(বাঁশখালী) সংসদীয় আসন থেকে জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ৯ নম্বর গন্ডামারা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি সায়েম সিদ্দিক রোকনের সভাপতিত্বে ও গন্ডামারা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোঃ হুমায়ুন কবীরের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মোঃ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা মোঃ আরিফ উল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রিয় সাহিত্য সম্পাদক মোহাম্মদ তাওহিদুল ইসলাম আকবর, বাঁশখালী উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জিএম সাইফুল ইসলাম, উপজেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মোঃ শহিদুল্লাহ, গন্ডামারা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ আলী হোসাইন। উদ্বোধনী বক্তব্য বাংলাদেশ জামাতে ইসলামী গন্ডামারা ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারী মোঃ আনোয়ারুল ইসলাম।
প্রধান অথিতির বক্তব্যে অধ্যক্ষ মাওঃ জহির বলেন, বাংলাদেশের ছাত্র জনতার শহীদি রক্তের বিনিময়ে দীর্ঘ ১৬ বছরের জালিম ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে দেশ থেকে বিতাড়িত করে যে নতুন বৈষম্য ও শোষনমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে জাতী তা নস্যাৎ করতে আন্তর্জাতিক ও দেশীয় মীরজাফরেরা একের পর এক ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। জাতী এবং আন্তর্জাতিক মহল এসব মীরজাফরদের প্রত্যাখ্যান করে জামায়াতে ইসলামী ও ইসলামী দলগুলোর প্রতি আস্থা প্রকাশ করেছে।
তাই, জামায়াতে ইসলামীর যুব বিভাগের দায়িত্বশীলদের কারো উস্কানীতে কর্নপাত না করে কোরআন ও সুন্নাহ’র আলোকে ব্যক্তিগত জিবনের মানোন্নয়ন করার পাশাপাশি ধৈর্য্য ও যৌক্তিক গণসংযোগের মাধ্যমে এলাকার সর্বস্তরের মানুষের ়আস্থা, বিশ্বাষ ও ভালবাসা অর্জনে নিরলসভাবে কাজ করে যেতে হবে।
দায়িত্বশীল সমাবেশে আরো বক্তব্য রাখেন, গন্ডামারা ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি এইচ এম ওসমান গনি, স্বপ্নকুঁড়ির চেয়ারম্যান মোঃ সাকিব হাসনাত, ৫ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওঃ ওবাইদুল্লাহ ও মোঃ আব্দুল গফুর প্রমুখঃ। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন গন্ডামারা ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারী মাওঃ হারুন কাসেমী, সহঃ সেক্রেটারী মোহাম্মদ শাহাদাত হোসেন, প্রচার সম্পাদক মোঃ মনির উল্লাহ, সাবেক ছাত্রনেতা মোঃ রিদওয়ান মেম্বার, ৬ নং ওয়ার্ড সভাপতি মাওলানা মোঃ ফোরকান, ৯ নং ওয়ার্ড সভাপতি মাওলানা মোঃ মমতাজুল হক ও ১ নং ওয়ার্ড ইউনিট সভাপতি মোঃ শহিদুল্লাহ প্রমুখঃ।
আরও খবর : শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ
Leave a Reply