নিজস্ব প্রতিবেদকঃ রোববার চীনের তিয়ানজিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজেদের মধ্যে বহুপ্রতীক্ষিত এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন- যেখানে দুই নেতাই চীন ও ভারতের মধ্যে আস্থা ও সম্পর্ক গভীর করার কথা বলেছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের ওপর যে ৫০ শতাংশ হারে চড়া শুল্ক (ট্যারিফ) আরোপ করেছেন, তার মোকাবিলায় ভারত ও চীন কাছাকাছি আসতে পারে বলে অনেক পর্যবেক্ষকই ধারণা করছেন,সেই পটভূমিতে এই বৈঠককে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল।
প্রেসিডেন্ট শি বৈঠকে বলেছেন, “চীন ও ভারত পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়-বরং সহযোগিতার অংশীদার।”অন্য দিকে প্রধানমন্ত্রী মোদী বলেন,দুই দেশের মধ্যে এখন একটা ‘শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ’বিরাজ করছে। চীনের তিয়ানজিনে এই মুহুর্তে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) যে শীর্ষ সম্মেলন চলছে, তার সাইডলাইনেই এই দুই নেতা নিজেদের মধ্যে আলাদা বৈঠকে বসেন।
এই সম্মেলনে যোগ দিতেই দীর্ঘ সাত বছর পর প্রধানমন্ত্রী মোদী চীন সফরে গিয়েছেন।
প্রেসিডেন্ট শি-র সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী আরও জানান, দুদেশের মধ্যে সরাসরি বিমান চলাচলও আবার শুরু হতে যাচ্ছে – যদিও এর জন্য তিনি কোনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি। ২০২০ সালের জুনে গালওয়ান ভ্যালিতে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকেই দুদেশের মধ্যে সরাসরি বিমান চলাচল বন্ধ ছিল।
আরও পড়ুনঃ মহিলা পরিষদের সাংগঠনিক মাসের শুভ উদ্বোধন ও নতুন সদস্য সংগ্রহসহ নবায়ন গাইবান্ধায়
Leave a Reply