ইমান আলী, স্টাফ রিপোর্টার,”যার হাতে ক্ষমতা, তার ইশারাতেই চলে সমাজ।”
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যত অচল হয়ে পড়েছে। দুর্নীতিবাজ ও কাপুরুষ চেয়ারম্যান মো. রাশেদুজ্জামান সেলিম খান দীর্ঘ এক বছর ধরে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থাকলেও তার অদৃশ্য ইশারাতেই চলছে পুরো পরিষদ। ফলে ইউনিয়নের সাধারণ মানুষ ন্যায্য সেবার বদলে ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিদিন।
২০২৪ সালের ৫ আগস্ট থেকে চেয়ারম্যান আত্মগোপনে চলে যান। প্যানেল চেয়ারম্যানরা উপস্থিত থাকলেও তাদের ক্ষমতা খর্ব করে, সব সিদ্ধান্ত নিচ্ছেন আত্মগোপনে থাকা এই অসাধু চেয়ারম্যান। ইউপি সদস্যরা জানিয়েছেন, সেবার জন্য আসা মানুষদের বারবার ধোঁকা দিয়ে ফেরত পাঠানো হয়।
আরও চরম অব্যবস্থাপনা চলছে ইউনিয়নের অর্থ ব্যবস্থাপনায়। চেয়ারম্যানের নামে থাকা ব্যাংক একাউন্ট থেকে টাকা উত্তোলন সম্ভব না হওয়ায় উন্নয়ন কার্যক্রম পুরোপুরি স্থবির। সচিব ফাতেমা খাতুন জানিয়েছেন, “চেয়ারম্যান গ্রেপ্তারের ভয়ে এক বছরেরও বেশি সময় পরিষদে আসেন না। এতে কার্যক্রম অচল হয়ে পড়েছে।”
অভিযোগ আছে, চেয়ারম্যান নিজে গা-ঢাকা দিলেও দফাদার জাকিরুল ইসলামকে দিয়ে কাগজপত্রে স্বাক্ষর করান। এতে পরিষদের সব কাজ অদৃশ্যভাবে তার নিয়ন্ত্রণেই চলছে। ভুক্তভোগীদের ভাষ্যমতে, “সেবা নিতে এসে ঘুরতে ঘুরতে স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে যায়। আজ না কাল বলে ধোঁকা দিয়ে যায়।”
অন্যদিকে ইউনিয়নের জনগণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলছেন— এক আত্মগোপনকারী, কাপুরুষ চেয়ারম্যানের হাতে একটি পরিষদ জিম্মি হয়ে থাকতে পারে না। দ্রুত এর সমাধান দাবি করছেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান বলেন, “আমার কাছে লিখিত অভিযোগ আসেনি। তবে আপনার কাছ থেকে বিষয়টি জানলাম, দ্রুত পদক্ষেপ নেবো।”
আরও পড়ুনঃ বিএনপিতে মাস্তান, চাঁদাবাজের ঠাই নাই – আবুল হাসেম মাস্টার
Leave a Reply