কবির আহম্মেদ বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের মাদ্রাসা ঘাটের অদুরে রাজপাট মরা খালের মাথা নামক স্থানে মহা সড়ক পারা পারের সময় খুলনা থেকে ঢাকা গামী প্রাইভেট কারটি আব্দুল জব্বার নামের এক বৃদ্ধ কে চাপাদেয় ঘটনা স্থলে ই বৃদ্ধ লোকটি মারা যায়,
নিহত আব্দুল জব্বার মেয়ের বাড়িতে বেড়াতে এসে মেয়ের সাথে মহা সড়ক পার হচ্ছিলো এমত অবস্থায় ঘাতক প্রাইভেট টি পিছন থেকে তাকে চাপা দিয়ে পালিয়ে যেতে সময় গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে মহা সড়কের খাদে পোড়ে যায়,
নিহতের মেয়ের আত্ম চিৎকারে ঘটনা স্থলে লোকজন ছুটে এসে গাড়ির চালক কে আটকে রেখে মোল্লাহাট হাইওয়ে থানায় খবর দেয়
খবর পেয়ে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান হাইওয়ে পুলিশের একটি টিম নিয়ে গাড়ির চালক কে গ্রেফতার সহ গাড়িটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে, তথ্য সুত্রে জানা যায় নিহত আব্দুল জব্বার চিতলমারী উপজেলার উমাজুড়ি গ্রামের মৃত সেকেল উদ্দিনের ছেলে ঘাতক গাড়িটি খুলনা থেকে বেপরোয়া ভাবে ঢাকার উদ্দেশে রওনা করেছে পথিমধ্যে দুর্ঘটনার শিকার হয়,
গাড়ির চালক মোঃ সাজ্জাত (৩০)পিতা শেখ সাদিক খুলনার সোনাডাঙ্গা থানার বাসিন্ধা,
এ রিপোর্ট লেখা পর্যন্ত হাইয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে নিহতের ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।
আরও খবর: গহিরা আল ইত্তিহাদ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
Leave a Reply