ইমান আলী, ঢাকা“গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়ানো যেকোনো অপশক্তির বিরুদ্ধে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ।”
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ফ্যাসিবাদী প্রবণতা বিভিন্নভাবে মাথাচাড়া দিয়ে উঠছে। তিনি অভিযোগ করেন, নুরুল হক নুরের ওপর হামলা এরই অংশ, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের নাম ব্যবহার করে যদি কোনোভাবে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয় তবে ছাত্র-জনতা তা প্রতিহত করবে।
ডাঃ ইরান আরও বলেন, এ হামলার সিসিটিভি ফুটেজ ও গণমাধ্যমের ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান, হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জাতীয় পার্টি (জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট জোহরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মুফতি তরিকুল ইসলাম সাদি, জনঅধিকার পার্টির চেয়ারম্যান ইসমাইল সম্রাট, মুসলিম সমাজের সভাপতি মোঃ মাসুদ হোসেন, গণফোরামের প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু, আমজনতার দলের যুগ্ম-মহাসচিব মুজাহিদ ইব্রাহিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সভা পরিচালনা করেন বাংলাদেশ ছাত্রমিশনের সভাপতি সৈয়দ মোঃ মিলন। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা।
আরও খবর:ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক ইন্তেকাল করেছেন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.