স্টাফ রিপোর্টার মোঃ মোর্শেদ আলম চৌধুরী
কক্সবাজার চকরিয়ার মাতামুহুরি নদীতে দুপুরে গোসল করতে নেমে একসাথে তিনজন কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এদের মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা গেলেও একজনের মৃত্যু হয়েছে। যার নাম পিংকি আক্তার।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে চকরিয়া উপজেলার মাতামুহুরি নদীতে এ ঘটনা ঘটে।
নিহত পিংকি (১৫) চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হালকা কাকার গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। সে চকরিয়া কোরক বিদ্যাপীঠের নবম শ্রেণীর ছাত্রী। উদ্ধারকৃত ২ জন একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
নিহত পিংকির মা জানান, আমি বাসায় ছিলাম না। বাসায় এসে দেখি মেয়ে নাই।পরে জানতে পারি নদীতে গোসল করতে গিয়েছে। এখন দেখি মেয়েটা আমার মৃত।
এদিকে স্থানীয়রা বালু উত্তোলনের কারণে নদীর গভীরতা বেড়ে যাওয়ায় এ ধরণের মর্মান্তিক ঘটনা ঘটে বলে অভিযোগ তুলেন অনেকেই।
চকরিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন মাষ্টার মো. সেলিম উদ্দিন বলেন, স্থানীয় লোকজন থেকে খবর পেয়ে তাদের উদ্ধার করতে ফায়ার সার্ভিসের একটি টিম নিয়ে আসি।
দুইজনকে জীবিত উদ্ধার করা গেলেও অন্যজনকে খুঁজে পাওয়া যায়নি। দীর্ঘ ৪ ঘন্টা পর চট্টগ্রাম থেকে ডুবুরি আসলে সাথে সাথে অপর জনকে মৃত উদ্ধার করা হয়
আরও পড়ুন চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ
Leave a Reply