মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর : রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আহত হওয়ার প্রতিবাদে শেরপুরে তাৎক্ষণিক লাঠি মিছিল হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১২ টার দিকে নুর আহত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে দলটির নেতাকর্মীরা শেরপুর পৌরসভার খরমপুর মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল মোড়ে গিয়ে গণ অধিকার পরিষদের জেলা কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শেষ করা হয়। লাঠি মিছিলে গণ অধিকার পরিষদের শেরপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক কাজি হায়াত, যুগ্ম আহ্বায়ক আবু সাইদ, যুগ্ম সদস্য সচিব গোরাঙ নূর, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক সুজনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.