ইমান আলী, স্টাফ রিপোর্টার: “ভাল শাসন মানে স্বচ্ছতা, জবাবদিহি আর ন্যায়—দুর্নীতি রোধে সততা অপরিহার্য।”
বাংলাদেশ জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জ উপজেলা শাখার ওয়ার্ড সেক্রেটারি ও সভাপতি সম্মেলন শনিবার বিকাল সাড়ে তিনটায় দেওয়ানগঞ্জ কামিল স্নাতকোত্তর মাদ্রাসার মিলনায়তনে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপজেলা ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন এবং স্থানীয় সংগঠনিক বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেন।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য এডভোকেট মাওলানা নাজমুল হক সাঈদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যাপক জাকিউল ইসলাম। সভা পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা কাজী আতিকুর রহমান এবং সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা মাহবুবুর রহমান তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট নাজমুল হক সাঈদী বলেন, জনগণের আস্থা ও প্রত্যাশা অর্জন করলে দুর্নীতি ও ঘুষ প্রতিরোধে কার্যকর ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। তিনি বলেন, প্রশাসনে জবাবদিহিতা বাড়ানো, নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতা নিশ্চিত করা, ই-গভর্নেন্স সম্প্রসারণ ও সেবাখাতের ঝুঁকিমূলক ব্যবস্থাকে সংস্কার করা তাদের অগ্রাধিকারের মধ্যে থাকবে। পাশাপাশি সৎ ও দক্ষ কর্মীদের উৎসাহিত করতে বেতন কাঠামো পুনর্বিবেচনার মতো কার্যক্রমও বিবেচনায় আনা হবে—যা ঘুষ-প্রবণতা কমাতে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।
সম্মেলনে উপস্থিত নেতারা সংগঠনগত শক্তি বৃদ্ধি, সংগঠন-ভিত্তিক সদস্যশিক্ষা ও স্থানীয় সেবা কার্যক্রম জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারা আগামী জাতীয় নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে সক্রিয় ভূমিকা পালন করে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে অংশগ্রহণ করবে বলে জানান।
সমাপনিতে উপজেলা আমির স্থানীয় পর্যায়ে নৈতিকতা ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ, স্বেচ্ছাসেবামুখী কার্যক্রম এবং জনগণকে সেবা দেওয়ার ব্যাপারে সংগঠনের প্রতিশ্রুতি জোরদার করার আহ্বান জানান। সম্মেলন শেষে অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।
আরও খবর:নরসিংদীতে জামায়াত বেঈমান বিশ্বাসঘাতক মোনাফেক: খায়রল কবির খোকন
Leave a Reply