গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ গাইবান্ধা সদর উপজেলার কনকরায় কলেজ রোডে অবস্থিত আহলে হাদীস জামে মসজিদ ভাঙচুরের প্রতিবাদে মুসল্লী ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
আজ শুক্রবার ২৯ আগস্ট সকাল ১১টায় গাইবান্ধায় আহলে হাদীস জামে মসজিদ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক মুসল্লীসহ স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে মসজিদের ঘর ভেঙে দিয়েছে। একটি ইবাদতখানা ভেঙে দেওয়া মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল। তারা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং মসজিদ পুনর্নির্মাণের দাবি জানান।
এসময় বক্তারা আরও বলেন, মসজিদকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অশান্তি বরদাশত করা হবে না। ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করা মুসলিম সমাজের ঈমানি দায়িত্ব।
মানববন্ধনে মসজিদের মুসল্লী, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন বান্দরবানে ১১ কোটি টাকার টানেল: দুবছর না যেতেই চুঁইয়ে পড়ে পানি
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.