জামাল উদ্দীন, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামু থানাধীন রাজারকূল ইউনিয়নের ঘোনারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯৫০০০পিস ইয়াবাসহ ০২ জন মাদক কারবারী’কে গ্রেফতার করেছে র্যাব-১৪।
র্যাবের ক্রমাগত মাদক বিরোধী অভিযান এবং চলমান গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৮/০৮/২০২৫ খ্রিঃ তারিখ দুপুরে সিপিসি-২( হোয়াইক্যং ক্যাম্প) ,কক্সবাজার এর র্যাব-১৫ কক্সবাজার জেলার রামু থানাধীন রাজারকূল ইউনিয়নের ঘোনারপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ৯৫০০০(পঁচানব্বই হাজার) পিস ইয়াবা সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন মোঃ ফরিদুল আলম সিকদার (৫৫), পিতা-মৃত ফরুখ আহমদ সিকদার, মাতা-মৃত মোস্তফা বেগম, সাং-অফিসের চর, সিকদার পাড়া, ০২ নং ওয়ার্ড, ইউপি-ফতেখাঁরকূল, থানা-রামু, জেলা-কক্সবাজার,
বর্তমান: সাং-ঘোনার পাড়া, ৭নং ওয়ার্ড, ইউপি-রাজারকূল, থানা-রামু, জেলা-কক্সবাজার, রায়হান উদ্দিন (৩০), পিতা- মৃত বজল আহমদ, মাতা- রুপ বাহান বেগম, সাং-ঘোনার পাড়া , ০৭ নংওয়ার্ড, ইউপি-রাজারকূল, থানা-রামু, জেলা- কক্সবাজার উদ্ধারকৃত মাদক দ্রব্য ও আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুনঃ মধুটিলা ইকোপার্কে খরগোশ নিয়ে জীবিকা নির্বাহ করছেন মনির
Leave a Reply