তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের মধুটিলা ইকোপার্কের ইস্টার ব্রিজের পাশে প্রতিদিন বসে থাকেন মনির নামে এক পরিশ্রমী মানুষ। গত তিন বছর ধরে খরগোশ ও একটি কাঠের দোলনা নিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি।
পর্যটকেরা তার খরগোশ হাতে নিয়ে বা দোলনায় বসে ছবি তুলেন। আর এর বিনিময়ে স্বেচ্ছায় দেন ২০ থেকে ৫০ টাকা। এতে করে প্রতিদিন মনিরের আয় হয় ১০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত, যা দিয়েই চলছে তার সংসার।
মনির জানান, এক সময় তিনি টোলি চালাতেন। কিন্তু হঠাৎ ঘটে যাওয়া এক দুর্ঘটনায় তার বুকের হাড় ভেঙে যায়। শারীরিক সমস্যার কারণে টোলি চালানো বন্ধ করে দেন তিনি। পরে জীবিকার তাগিদে খরগোশ নিয়ে পর্যটকদের ছবি তোলার এই কাজ শুরু করেন।
দুর্ঘটনার আগে তিনি থাকতেন তিনানী বাজার এলাকায়। বর্তমানে পরিবারের সঙ্গে তিনি মধুটিলা এলাকাতেই বসবাস করছেন।
মনির বলেন, যারা মধুটিলা ইকোপার্কে ঘুরতে আসেন, সবাই আমার খরগোশের সঙ্গে অন্তত একটি ছবি তুলে নিয়ে যান।
মধুটিলা ইকোপার্কে ঘুরতে আসা পর্যটকরা বলেন, মনিরের খরগোশ ও দোলনা ছবি তোলার জন্য আলাদা আকর্ষণ সৃষ্টি করেছে। অনেকেই জানান, খরগোশ হাতে নিয়ে বা দোলনায় বসে ছবি তুলতে তাদের বেশ ভালো লাগে। এতে ভ্রমণের আনন্দ আরও বেড়ে যায়।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.