গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল : গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুরে জামায়াতের নির্বাচনীর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ আগষ্ট রোজ বৃহস্পতিবার বিকালে মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ নির্বাচনী সাধারণ জনসভা অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনী জনসভায় মনোহরপুর ইউনিয়ন জামাতের সভাপতি মোঃ আসাদ আলীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক পলাশবাড়ী উপজেলা চেয়ারম্যান,গাইবান্ধা ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যক্ষ মাওঃ আবুল কাওসার মো: নজরুল ইসলাম লেবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান ও পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমির মাঃ মোঃ আবু বক্কর ছিদ্দিক, আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বাংলাদেশ জামাতে ইসলামি পলাশবাড়ী উপজেলা ওলামা বিভাগের সভাপতি মোঃ আব্দুল মজিদ আকন্দ, অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ জামাতে ইসলামি মনোহরপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান সহ জামায়াত ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি আপনাদের নেতা হতে চাইনা আমি আপনাদের সেবক হতে চাই এবং আল্লাহর আইন ঘরে ঘরে বাস্তবায়িত হোক এটাই আমার প্রত্যাশা।
আরও খবর : ঢাকার সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার
Leave a Reply