মোরশেদ আলম চৌধুরী : আরাকান আর্মির হাতে ৫১ জন জেলে জিম্মায় রয়েছে: রামু সেক্টর কমান্ডার মিয়ানমারে সহিংসতার শিকার হয়ে সীমান্তে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে আহত ও অসহায়দের মানবিক বিবেচনায় বাংলাদেশে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রামু সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।
আরাকান আর্মির হাতে ৫১ জন জেলে জিম্মায় রয়েছে: রামু সেক্টর কমান্ডারবৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে কক্সবাজারে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস, রামু সেক্টরের অপারেশন অফিসার মেজর সাকিব। এছাড়াও অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।
কর্নেল মহিউদ্দিন বলেন, সীমান্তে আহত ও অসহায় কিছু রোহিঙ্গার করুণ অবস্থা বিবেচনায় মানবিক কারণে তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়েছে। তবে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে। মাদক চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে আমরা কঠোর নজরদারি বজায় রেখেছি।
তিনি আরও জানান, সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় বিজিবিতে জনবল বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আরাকান আর্মির হাতে জিম্মি থাকা বাংলাদেশি জেলেদের প্রসঙ্গে কর্নেল মহিউদ্দিন বলেন, বর্তমানে ৫১ জন জেলে তাদের জিম্মায় রয়েছেন। যদিও তাদের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ নেই, তবে অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ রাখা হচ্ছে। আমরা তাদের প্রতি চাপ প্রয়োগ করছি, যাতে নতুন করে আর কোনো জেলেকে অপহরণ না করা হয়।
তিনি জেলেদের উদ্দেশে বলেন, সাগরে মাছ ধরার সময় নির্ধারিত জলসীমা মেনে চলা অত্যন্ত জরুরি। অসচেতনতা কিংবা কিছু চোরাকারবারির প্ররোচনায় সীমান্ত অতিক্রম করলে জেলেরা বিপদের মুখে পড়েন।
মতবিনিময় সভায় কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, দৈনিক আমার দেশ-এর জেলা ব্যুরো প্রধান আনছার হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক শামসুল হক শারেক, হাসানুর রশীদসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন
আরও খবর: পলাশবাড়ীর মনোহরপুরে জামায়াতের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত
Leave a Reply