হিলি প্রতিনিধি: নতুন করে আমদানির অনুমতি না মেলায় ও পুরানো আমদানির অনুমতি শেষ হয়ে যাওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ হয়ে গেছে পেঁয়াজের আমদানি। গতকাল বন্দর দিয়ে ভারত থেকে কোন পেঁয়াজ আমদানি হয়নি।
এদিকে আমদানি বন্ধ হয়ে যাওয়ায় বেড়েই চলেছে পেঁয়াজের দাম। গতকাল আমদানিকৃত পেঁয়াজ ৬০টাকা বিক্রি হলেও তা বেড়ে ৬৫টাকা আর দেশীয় পেঁয়াজ ৭০টাকা বিক্রি হলেও তা বেড়ে ৭৫টাকা বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিন্ম আয়ের মানুষজন।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকরা বলেন,পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ায় সাড়ে ৫মাস বন্ধের পর গত ১৭ আগষ্ট থেকে পেঁয়াজ আমদানি শুরু করেন আমদানিকাকররা। ধীরে ধীরে পেঁয়াজ আমদানির পরিমান বাড়ছিল। এতে করে চাহিদার তুলনায় সররবাহ বাড়ায় দাম কমতে শুরু করেছিল। কিন্তু হঠাৎ করে গত ১৯ আগষ্ট থেকে আবারো আমদানির অনুমতি প্রদান বন্ধ করে দেয় সরকার।
এতে করে পুর্বের কিছু আইপির বিপরীতে অল্প গতকাল পর্যন্ত সীমিত পরিসরে পেঁয়াজ আমদানি হয়েছিল। এতে করে চাহিদার তুলনায় সরবরাহ কমার কারনেই পেঁয়াজের দাম উদ্ধমুখি হয়েছে। নতুন করে পেঁয়াজ আমদানির অনুমতি দিলে বন্দর দিয়ে আবারো পেঁয়াজের আমদানি যেমন বাড়বে তেমনি দাম কমে আসবে বলেও দাবী তাদের।
আরও খবর:নালিতাবাড়ীতে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম বন্ধ ও সেবার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন
Leave a Reply