হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২শ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মামুন ইসলাম ও মেহের আলী নামের দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
গতকাল রাতে হিলির সাতকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটককৃত মামুন ইসলাম ওই এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে ও মেহের আলী একই এলাকার আব্দুল হান্নানের ছেলে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) জাহাঙ্গির আলম বলেন,হিলির সাতকুড়ি এলাকায় মাদক কেনাবেচা চলছে এমন সংবাদ পায়। সেই সংবাদের ভিত্তিতে আমিসহ সঙ্গিয় ফোর্স নিয়ে সাতকুড়ির মামুনের বাড়িতে অভিযান চালায়। এসময় মামুন ও মেহের আলী নামের দুজনকে আটক করা হয়। এসময় তল্লাশী চালিয়ে মামুনের প্যান্টের পকেট থেকে ১১০পিস ও মেহের আলীর কাছ থেকে ৯০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে মামলা দায়ের পুর্বক আজ সকালে তাদের আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরন করা হয়েছে।
আরও খবর: হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ পেঁয়াজের আমদানি, দেশে বেড়েই চলেছে পিঁয়াজের ঝাঁজ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.